সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় যুক্তরাষ্ট্রে : বাণিজ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, পুরো বিশ্বে তারাই মানবাধিকার লঙ্ঘন করছে।
আজ রোববার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘ইরাক, লিবিয়া বা আফগানিস্তানে আমেরিকা যা করেছে সেটা কোন মানবাধিকারের মধ্যে পড়ে? লাখ লাখ উদ্বাস্তু তৈরি করেছে আমেরিকা। এই শরণার্থী সামলাতে গিয়ে ইউরোপ তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘন করছে আমেরিকা। আবার তারাই মানবাধিকার বিষয়ে বেশি কথা বলছে।’
এর আগে দুপুরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিনিধিদল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এই বৈঠকের বিষয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কর্মপরিবেশ, শ্রমিকদের অধিকার, বেতন-ভাতা এসব বিষয়ে ওই প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা শ্রমিকদের সংগঠন করার অধিকারের বিষয়ে জানতে চেয়েছেন। আমি বলেছি, শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অনুরূপ শ্রমিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা করেছি।’
তোফায়েল বলেন, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) যখন তৈরি করা হয় তখন বিনিয়োগকারীদের শর্ত ছিল যে এখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ দেওয়া যাবে না। তারপরেও বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে শ্রমিক ওয়েলফেলার অ্যাসোসিয়েশন করা হয়েছে। তিনি বলেন, এতে করে শ্রমিকদের অধিকার সংরক্ষিত হচ্ছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছেন না, এখানে কর্মপরিবেশ নেই এবং যথাযথ অধিকার পাচ্ছেন না। এই প্রসঙ্গে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মাত্র ৭ শতাংশ এবং ৩৫ শতাংশ সরকারি প্রতিষ্ঠানের ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। এই পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে আমাদের এখানের পরিস্থিতি অনেক ভালো।’