ভৈরবে লন্ডনি মেয়ের ব্যাগ গায়েব!
কিশোরগঞ্জের ভৈরবে সীমা (৩০) নামের এক লন্ডনি মেয়ের ব্যাগ গায়েব হয়ে গেছে। এতে ওই ব্যাগে থাকা ৩০০ পাউন্ড, ১২ হাজার বাংলাদেশি টাকা, স্বর্ণালংকারসহ ৬০-৭০ হাজার টাকার জিনিসপত্র খোয়া যায় বলে তিনি জানান।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ভৈরব শহর ফাঁড়ির থানার ইনচার্জ পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন এনটিভি অনলাইনকে জানান, ঘটনা জানার পর পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। তবে কাউকে আটক করতে পারেনি।
জানা যায়, আজ সোমবার দুপুরে ভৈরবের শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামের সামসুউদ্দিন ওরফে লইন্ডন্যা সামসুর মেয়ে যুক্তরাজ্য প্রবাসী সীমা বেগম তাঁর এক ভাবিসহ ভৈরব বাজার এলাকার পৌর নিউমার্কেটে যান। সেখানকার পানামা বস্ত্র বিতান নামের একটি দোকানে বসে তিনি কেনাকাটা করেন। এ সময় তাঁদের পাশে বসে আরো কয়েকজন নারী কাপড়ের দর-দাম করেন।
ওই দোকান থেকে কয়েকটি পোশাক পছন্দের পর সীমা মূল্য পরিশোধের জন্য সঙ্গে থাকা ট্রাভেলস ব্যাগটির খোঁজ করতে গিয়ে দেখেন সেটি ব্লেড দিয়ে কেটে ভেতরে থাকা টাকা ও স্বর্ণালংকার রাখা ছোট ব্যাগটি গায়েব হয়ে গেছে। বিষয়টি তিনি তাৎক্ষণিক দোকানমালিকসহ মুঠোফোনে আত্মীয়দের জানান। তাঁরা ভৈরব শহর ফাঁড়িতে গিয়ে পুলিশকে জানান।
এ দিকে এ ঘটনার পর ওই সময় মার্কেটে আসা বেশ কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, সাম্প্রতিককালে ভৈরব পৌর নিউমার্কেটসহ আশপাশের এলাকায় এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বিশেষ করে ভৈরবের হাটের দিন বুধবার জামে মসজিদ এলাকার কাপড়ের দোকানসহ আশপাশের এলাকায় নারী ক্রেতাদের এমন পরিস্থিতির শিকার হয়ে টাকা-মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিসপত্র অহরহই খোয়াতে হচ্ছে। এসব বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

মোস্তাফিজ আমিন, ভৈরব