মঙ্গলবার জামালপুরে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল
ঢাকার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের কর্মী এমদাদ উল্লাহ নিহতের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার জামালপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত।
আজ সোমবার দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ সংবাদ সম্মেলন করে হরতালের ঘোষণা দেন।
এর আগে জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় গ্রামের বানারেরপাড় সিনিয়র ফাজিল মাদ্রাসায় এমদাদ উল্লাহর জানাজা হয়। দুপুরে নিজ বাড়িতে এমদাদকে দাফন করা হয়।
ঢাকা কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র এমদাদ ঢাকা মহানগরের ৯৩ নং ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।
শনিবার রাতে ঢাকার মিরপুর থেকে এমদাদকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, রাতে এমদাদকে নিয়ে পুলিশ অভিযানে বের হলে রূপনগর বেড়িবাঁধ এলাকায় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় এমদাদ পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তবে নিহতের ভাই আনোয়ার উল্লা ও তাঁর পরিবারের অন্য সদস্যদের দাবি, এমদাদকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে পুলিশ।

শফিক জামান, জামালপুর