মেঘনা থেকে দেড়শ মণ জাটকা জব্দ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীর বাগোরজা এলাকায় দেড়শ মণ জাটকা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল সোমবার রাত ও আজ মঙ্গলবার ঢাকাগামী ১০টি লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ আব্দুস ছত্তার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার মো. এমাদুল হকের নেতৃত্বে মেঘনা নদীর বাগোরজা এলাকায় পটুয়াখালীর বিভিন্ন রুট থেকে ঢাকাগামী লঞ্চ এমভি জাহিদ, ধূলিয়া, রাসেল, কুয়াকাটা, সুন্দরবন-১১, স্বর্ণদ্বীপ, গাজী সালাউদ্দিন, ঈগল-৪, কর্ণফুলী ও মাহিন রিফাত ১-এ অভিযান চালিয়ে ১৫০ মণ জাটকা জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জাটকা নগরীর বিভিন্ন এতিমখানা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অপরদিকে গতকাল পৃথক অভিযানে চন্দ্রমোহন নদী থেকে ট্রলার ভর্তি গলদা চিংড়ির পাঁচ লাখ রেনু উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। উদ্ধার করা গলদা চিংড়ির এই রেনু কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়েছে।