বরিশালে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালের বাকেরগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শাহিদুল হাওলাদার (২৭) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু তাহের আসামির উপস্থিতিতে আজ মঙ্গলবার এই রায় দেন। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
কারাদণ্ডাদেশ পাওয়া শাহিদুল হাওলাদারের বাড়ি উপজেলার কলসকাঠী গ্রামে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১১ আগস্ট সকালে বাড়ি ফেরার পথে বাকেরগঞ্জের বেবাজ রোকেয়া রব রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে শহিদুল। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর পুলিশ শহিদুলকে গ্রেপ্তার করে। ওই বছরের ১৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তপন কুমার ঢালী আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক ১২ জনের মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।