নাশকতাকারীদের মাটির নিচ থেকে তুলে আনার আহ্বান ডিআইজির

Looks like you've blocked notifications!
পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান আজ বুধবার মাগুরা সদরে ভায়না মোড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি

নাশকতাকারী ও এর মদদদাতাদের প্রয়োজন হলে ৭০ হাজার (ফুট) মাটির নিচ থেকে তুলে আনতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনিরুজ্জামান। তিনি বলেছেন, পুলিশ ওই ব্যক্তিদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে।

আজ বুধবার মাগুরা সদরে ভায়না মোড়ে আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে আয়োজিত সমাবেশে মনিরুজ্জামান এ কথা বলেন।

ডিআইজি বলেন, ‘নাশকতাকারী, মদদদাতা, অর্থদাতা, উসকানিদাতা, নেপথ্য পরিচালক বা কুশীলব যাঁরাই থাকুন না কেন এই বাংলাদেশের ১৬ কোটি মানুষ আপনাদের প্রয়োজন হলেও ৭০ হাজার (ফুট) মাটির নিচ থেকে তুলে আনতে হবে। আমরা অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা এ দেশের প্রচলিত আইনে কঠোর থেকে কঠোরতম শাস্তিমূলক ব্যব্যস্থা করব।’ 

মনিরুজ্জামান আরো বলেন, ‘স্বাধীন বাংলাদেশকে যারা মেনে নিতে পারেনি তারা নতুনরূপে বিভিন্ন সময়ে ৭৫ সালে চেষ্টা করেছে, ২০১৩ সালে চেষ্টা করেছে, ২০১৪ সালের নির্বাচনকে ভূলুণ্ঠিত করতে চেয়েছে। গণতন্ত্রের যাত্রাকে ব্যাহত করতে চেয়েছে। গত ৭৫ দিন ধরে যারা কিছুই করতে পারেনি তারা চোরাগুপ্তা হামলা করল, যা কাপুরুষতার লক্ষণ।’ 

জেলা প্রশাসন আয়োজিত এ সমাবেশে জেলা প্রশাসক মুহম্মদ মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। আবদুস সামাদ বলেন, ‘প্রশাসনের প্রধান কাজ জনসাধারণের জান-মাল রক্ষা তথা সার্বিক নিরাপত্তা বিধান করা।’

সভায় মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চুয়াডাঙ্গা-৬ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মনিরুজ্জামান, খুলনার অতিরিক্ত ডিআইজি খন্দকার রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুণ্ডু প্রমুখ বক্তব্য দেন।