‘ড. ইউনূস সম্পর্কে প্রচারিত সংবাদ মিথ্যা’
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবভিত্তিক পত্রিকা ‘দ্য ডেইলি কলার’-এ প্রকাশিত সব সংবাদ মিথ্যা বলে দাবি করেছে ইউনূস সেন্টার। আজ বৃহস্পতিবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতির অভিযোগে প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে যে দাবি করা হয়, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ইচ্ছাকৃত অপপ্রচার।
ড. ইউনূস ব্যক্তিগতভাবে মার্কিন সরকারের কোনো টাকা গ্রহণ করেননি উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন সহযোগিতার জন্য সৃষ্ট এজেন্সিগুলো কোনো ব্যক্তিকে অর্থ দিতে পারেই না। রিপোর্টটিতে সম্পূর্ণ একটি মিথ্যা প্রচারিত হয়েছে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রফেসর ইউনূসকে ১৩ মিলিয়ন ডলার অনুদান দেওয়া হয়েছে। একজন ব্যক্তিকে টাকা দেওয়ার কোনো ক্ষমতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই। প্রতিবেদনটি মার্কিন সরকারের সংস্থাগুলোর কাজ সম্বন্ধে সম্পূর্ণ একটা মিথ্যা ধারণার সৃষ্টি করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ‘পত্রিকাটি ক্লিনটন ফাউন্ডেশনের ওয়েবসাইটে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, ড. ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনকে একবার এক লাখ ডলার, আরেকবার তিন লাখ ডলার অনুদান দিয়েছেন। এটা সম্পূর্ণ মিথ্যা। ক্লিনটন ফাউন্ডেশনের ওয়েবসাইটে এ রকম কোনো তথ্যই নেই। অনুদান বা অন্য কোনো খাতে প্রফেসর ইউনূসের কোনো নামই ওয়েবসাইটে নেই। গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভে যোগদান করার জন্য ফি বাবদ টাকা দিয়েছেন, এটার উল্লেখ আছে। ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ একটা আন্তর্জাতিক সম্মেলন। এখানে যোগ দিতে হলে ফি দিয়ে যোগদান করতে হয়। আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত ফি দিয়ে তা-ই করেছেন।’