মাগুরায় ডিবি পরিচয়ে ছিনতাই, দুজন গ্রেপ্তার

মাগুরার শেখপাড়া এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয় দিয়ে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাতে মাগুরা সদর থানা পুলিশ ওই দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজনের মধ্যে একজন হলেন সাবেক বিডিআর সদস্য হেমায়েত উল্লাহ। অন্যজন ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ির চালক লাল মিয়া। তাঁদের মধ্যে হেমায়েত উল্লাহর বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। আর লাল মিয়ার বাড়ি একই জেলার ভাঙ্গা উপজেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার মাগুরা শাখার ইসলামী ব্যাংক থেকে এক লাখ টাকা তোলেন খলিলুর রহমান নামের এক ব্যক্তি। টাকা তুলে তিনি মোটরসাইকেলে করে জেলার শালিখা উপজেলার দেয়াডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে মাগুরা-যশোর মহাসড়কের শেখপাড়া এলাকায় একটি মাইক্রোবাসে ডিবি পরিচয় দিয়ে ওই দুজন খলিলুর রহমানের কাছ থেকে এক লাখ টাকা ছিনতাই করে।
পরে এ ঘটনায় একটি মামলা হয়। মামলার বাদীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শহরের ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে মাইক্রোবাসটি শনাক্ত করা হয়। পরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে গাড়ির মালিককে আটক করা হয়। তাঁর দেওয়া জবানবন্দির ভিত্তিতে চালক লাল মিয়া ও ঘটনার মূল হোতা চাকরিচ্যুত বিডিআর সদস্য হেমায়েত উল্লাহকে ফরিদপুরের নগরকান্দা থেকে আটক করা হয়।
মাগুরার পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ জানান, গ্রেপ্তার সাবেক বিডিআর সদস্যের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় অস্ত্র, চাঁদাবাজি, ছিনতাইসহ সাতটি মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হলেও পুলিশ এখন পর্যন্ত অস্ত্র ও টাকা উদ্ধার করতে পারেনি।