লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
লক্ষ্মীপুরে পৃথক ঘটনায় শিশু, নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে এসব মরদেহের ময়নাতদন্ত হয়েছে। তবে পুলিশ এসব ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর) মো. জুনায়েত কাউছার জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১৯ জানুয়ারি সদর উপজেলার বড় বল্লবপুর গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আবদুর রব রাসেল নামের এক যুবক আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাসেলের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার সকালে রাসেলের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
জুনায়েত কাউছার জানান, আজ সদর উপজেলার শাকচর গ্রাম থেকে মায়া বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ছাড়া রায়পুর উপজেলার গাইয়ারচর গ্রামের একটি ডোবা থেকে আজ জিহাদ হোসেন (৪) নামের এক শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। চারদিন আগে শিশুটি নিখোঁজ হয়েছিল বলে শিশুটির বাবা হোসেন আলী জানিয়েছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আনোয়ার হোসেন এনটিভি অনলাইনকে জানান, লাশ তিনটির পৃথক ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।