চাকরি জাতীয়করণের দাবিতে রাঙামাটিতে পৌর কর্মীদের মানববন্ধন
পৌরসভায় কর্মরত সব কর্মচারীর নিয়োগ জাতীয়করণের মাধ্যমে তাঁদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাদি ও অবসর ভাতা প্রদানের দাবিতে দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটিতেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পৌর কর্মচারী সংসদের আয়োজনে আজ রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পৌর কর্মচারী সংসদের সভাপতি এ কে এম বশির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন পৌর কর্মচারী সংসদের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আল মাহমুদ সোহেল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় ফেডারেশনের সদস্য রেজাউল করিম রেজা, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক সনৎ কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক বিপ্লব তালুকদার, সেবক সংগঠনের পক্ষে চিত্ররঞ্জন চাকমা।
মানববন্ধনে বক্তারা বলেন, দিন-রাত অনেক কষ্ট করে নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভার কর্মচারীরা প্রচেষ্টা চালিয়ে যান। তাঁরা সব সময় নাগরিকের কাজে নিয়োজিত থাকেন। কিন্তু তাঁদের যে নিজস্ব কিছু অধিকার আছে তার দিকে কারো নজর নেই। তাঁদের সুযোগ-সুবিধা দেওয়া তো হয় না, তার ওপর অনেক সময় বেতন বন্ধ করে দেওয়া হয়।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ আজ মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এই উন্নয়নের পেছনে সবার হাত আছে, সবার সহযোগিতায় দেশ আজকে উন্নত হয়েছে। তাহলে এতে তাঁদেরও ভাগ আছে। তাঁরাও সব সময় নাগরিকের বিভিন্ন সমস্যা সমাধান করে যাচ্ছেন। কিন্তু তাঁরা কোনো ধরনের সুযোগ-সুবিধা পান না। যার কারণে তাঁদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে। এমন অবস্থায় সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাদিসহ অবসর সুবিধাদি প্রদান করার জন্য বক্তারা দাবি জানান।
মানববন্ধন শেষে রাঙামাটি পৌর কর্মচারী সংসদের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন।