রাবির শিক্ষক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক্ষক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে আজ বুধবারও ক্যাম্পাসে বিক্ষোভ হয়েছে। পরে মহাসড়ক অবরোধ করেছেন ইংরেজিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
আজ সকাল ১০টায় ইংরেজি বিভাগ এক মৌন মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এসে শেষ হয়। সেখানে বেলা পৌনে ১১টার পর্যন্ত সংক্ষিপ্ত সমাবেশ চলে।
সমাবেশে ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম মাসউদ অখতার বলেন, গতকাল মঙ্গলবার বিভাগের জরুরি সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগের শিক্ষার্থীরা কিছু কর্মসূচি নিয়েছিল, তা এখন বিভাগের মাধ্যমে পরিচালিত হবে। ক্লাসের পাশাপাশি আন্দোলনও চলবে।
এ এস এম মাসউদ আখতার আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডেপুটি কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ছাড়াও বিভিন্ন বিভাগের হাজারখানেক শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন। পরে ইংরেজি বিভাগের মহাসড়ক অবরোধ কর্মসূচিতে যোগ দেন তাঁরা।
শিক্ষার্থীদের অবরোধের কারণে বেলা ১১টা থেকে ঢাকা-রাজশাহী মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালবাগান এলাকার বটতলা মোড়ে মহাসড়কের কাছাকাছি গলিতে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ড. রেজাউল করিম। এর পর থেকেই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টানা পঞ্চম দিনের মতো উত্তাল রয়েছে রাবি ক্যাম্পাস। শিক্ষক সমিতি সাত দিনের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলেও ইংরেজি বিভাগ ও বিভিন্ন সংগঠন বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

রাবি সংবাদদাতা