জীবিত বা মৃত অবস্থায় স্বামীকে ফেরত চান কাজল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/03/photo-1462242821.jpg)
বংশানুক্রিমভাবে পেশায় জেলে দুলাল দাস (৫৫)। হালদা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। রাঙামাটির নতুন জেলেপাড়ার দুলাল দাস তাঁর স্ত্রী কাজল দাস আর দুই মেয়ে শিখা ও সীমাকে রেখে সহজেলেদের সঙ্গে ২ এপ্রিল যান মাছ ধরতে। কিন্তু সেই যে গেলেন, আর ফিরে এলেন না।
খোঁজ নিয়ে জানা যায়, মাছ ধরতে যাওয়ার পর সব সময় মুঠোফোনে যোগাযোগ রাখেন দুলাল। কিন্তু সর্বশেষ যাওয়ার পর থেকেই দুলালের ব্যবহৃত মুঠোফোনটিতে কল দিলে অন্য জেলেরা ধরছেন। কিন্তু কেউই দুলালকে না দিয়ে উল্টোপাল্টা কথা বলছেন।
এদিকে স্বামীর খোঁজে পাগলপ্রায় কাজল হাটহাজারী পর্যন্ত গিয়েছেন। হাটহাজারী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। কিন্তু তাঁর স্বামীর কোনো খোঁজ মেলেনি।
জিডিতে কাজল তাঁর স্বামী দুলাল দাসের সঙ্গে মাছ ধরে এমন সাতজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তাঁরা হলেন অভি দাস, হৃদয় দাস, জগদীশ দাস, জয়গোপাল দাস, স্বপন দাস, টিটু দাস ও জামাই দাস।
জিডিতে কাজল লিখেছেন, ওই সাতজন তাঁর স্বামীকে অপহরণ অথবা গুম করেছেন বলে ধারণা করছেন তিনি।
স্বামীর সন্ধানে গত এক মাস ধরে দ্বারে দ্বারে ঘোরা দরিদ্র নারী কাজল দাস এনটিভিকে বলেন, জীবিত বা মৃত অবস্থায় তিনি স্বামীকে ফেরত চান। তাঁর দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন স্বামী ছাড়া তাঁর আর কেউ নেই।
এসব কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন কাজল।