জ্বালানি তেল কিনতে পরিচয়পত্র লাগবে
চট্টগ্রামে পেট্রল, অকটেনসহ খুচরা পর্যায়ে দাহ্য পদার্থ বিক্রয়কারীদের বিরুদ্ধে মঙ্গলবার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এ সময় তেল বিক্রেতাদের নিবন্ধন বই অনুসরণ, খুচরা তেল ক্রেতাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা নেওয়া এবং জেনারেটর মালিকদের জ্বালানি তেল কেনার সময় সংশ্লিষ্ট থানাকে অবহিত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া পেট্রলপাম্পে সিসি ক্যামেরা স্থাপন ও মোটরসাইকেলে তেল দেওয়ার সময় চালকদের নাম-ঠিকানা রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে ‘নাশকতা প্রতিরোধে পেট্রল ও দাহ্য পদার্থ বিক্রয়কারীদের সাথে মতবিনিময়’ সভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। ভ্রাম্যমাণ আদালতে নগরীতে তিনজন ও উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন, পুলিশ সুপার (এসপি) কে এম হাফিজ আকতার, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মাহাফুজুল হক শাহ্, বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন, পেট্রলপাম্পের মালিকসহ জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জ্বালানি তেল বিক্রির সময় বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য ব্যবসায়ীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়।
বিস্ফোরক অধিদপ্তরের পরিদর্শক তোফাজ্জল হোসেন জানান, সরকারি ডিপোগুলোর তেল বিক্রি মনিটরিং করা হলেও বেসরকারি তেল শোধনাগারগুলো কাদের কাছে কীভাবে তেল বিক্রি করে তার কোনো মনিটরিং নেই।
এ ছাড়া পেট্রলপাম্প থেকে বোতলভর্তি তেল বিক্রি বন্ধেরও আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সাম্প্রতিক সময়ে পেট্রলবোমা ছুড়ে নাশকতা বন্ধ করা ও মহাসড়কে সিসি ক্যামরা স্থাপনের অগ্রগতি তুলে ধরেন।