কাজীপুরে প্রার্থীর মনোনয়নপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ

Looks like you've blocked notifications!

সিরাজগঞ্জের কাজীপুরের শুভগাছা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে কাজীপুর উপজেলা পরিষদে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন আলাল অভিযোগ করে বলেন, ‘গতকাল দুপুর ২টার দিকে আমার বাবা হায়দারসহ প্রস্তাবক শাহ আলী ও সমর্থক বরকত উল্লাহ মণ্ডল রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী বাবলু মিয়ার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। মনোনয়নপত্রটি উপজেলা পরিষদের পিয়ন সুভাষ হাতে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কক্ষে ঢোকেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী হবিবর রহমান খোকার সমর্থকরা পিয়ন সুভাষ, আমার প্রস্তাবক শাহ আলী ও সমর্থক বরকত উল্লাহকে মারধর করে মনোনয়নপত্রটি কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এ ঘটনার পর থেকে আমার প্রস্তাবক ও সমর্থক পালিয়ে আছেন এবং পিয়ন সুভাষকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আমাকে অব্যাহতভাবে হুমকি দেওয়া হচ্ছে, যে কারণে এলাকায় ঢুকতে পারছি না।’

এ সময় আলাল আরো বলেন, ‘দেশে আজিজ মার্কা নির্বাচন হচ্ছে। জনগণের ভোটে কেউ নির্বাচিত হচ্ছে না। যে কারণে জনগণ এর সুফল পাবে না।’

হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা পরিষদের পিয়ন সুভাষ বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন আছি, বিষয়টি নিয়ে এখন কোনো কথা বলতে পারছি না।’

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া বলেন, ‘শুভগাছা ইউনিয়নে চেয়ারম্যান পদে এরই মধ্যে চারটি মনোনয়নপত্র জমা পড়েছে। কোনো মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে কি না, আমার জানা নেই। এ বিষয়ে কেউ কোনো অভিযোগও দেয়নি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অফিসের বাইরে ব্যক্তিগত শত্রুতার কারণে এ ধরনের ঘটনা ঘটলে তো আমাদের করার কিছু নেই।’