কুলিয়ারচরের দুটিতে আ. লীগ, দুটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটিতে আওয়ামী লীগ, দুটিতে দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আর দুইটি ইউপির একটি করে কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত থাকায় ওই দুটি ইউনিয়ন পরিষদের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফল সূত্রে জানা যায়, উপজেলার পরিষদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো: শাহ আলম, উছমানপুরে মো: মিজানকারী। আর গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউপিতে চশমা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিদ্রোহী আওয়ামী লীগ) আব্বাস উদ্দিন, সালুয়া ইউপি থেকে অপর স্বতন্ত্র (বিদ্রোহী আওয়ামী লীগ) প্রার্থী শাহ মাহবুবুর রহমান আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে ভোট চলাকালে রামদি ও ছয়সূতি ইউনিয়ন পরিষদের খালপাড় কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কলাকুপা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় ভোট গ্রহণ স্থগিত থাকায় ফলাফলও স্থগিত রাখা হয়েছে।

মোস্তাফিজ আমিন, ভৈরব