ঠাকুরগাঁওয়ে দুটি কষ্টিপাথরের মূর্তিসহ আটক ৩
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/11/photo-1462970296.jpg)
ঠাকুরগাঁওয়ে ৬৩ কেজি ওজনের কষ্টিপাথরের দুটি মূর্তিসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার সকাল ১০টার দিকে জেলার রানীশংকৈল উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। এ সময় জড়িত থাকার অভিযোগে বিজিবি সদস্যরা তিনজনকে আটক করে রানীশংকৈল থানায় সোপর্দ করেন।
বিজিবি ও পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বিজিবির ৩০ ব্যাটালিয়নের একটি দল রানীশংকৈল উপজেলার ভবানন্দপুর গ্রামের মোমিনুর রহমান ঝানুর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৫২ কেজি ওজনের এবং উত্তরগাঁও গ্রামের হানিফের বাড়ি থেকে প্রায় সাড়ে ১১ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে। এ সময় মোমিনুর (৫২), হানিফ (৪৩) ও জাবেদ (২২) নামের তিনজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ে বিজিবির ৩০ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস জানান, আটক তিনজনকে রানীশংকৈল থানায় সোপর্দ করে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।