ভেড়ামারায় যুবককে পিটিয়ে হত্যা
কুষ্টিয়ার ভেড়ামারায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মোসলেমপুর গ্রামের একটি বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জান্নাত রহমান (২৬) উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ঢাকারচর গ্রামের ফজলুল হক ড্রাইভারের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জিয়ারচর এলাকার বাবুল হোসেনের স্ত্রীর সাবিনা খাতুনের সঙ্গে জান্নাত রহমানের সুসম্পর্ক ছিল। এরই জের ধরে বাবুল ও তাঁর সহযোগীরা গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে জান্নাত রহমানকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাঁরা জান্নাতকে পার্শ্ববর্তী চরে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। এরপর খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন ও এলাকাবাসী তাঁকে উদ্ধার করে মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে পার্শ্ববর্তী মোসলেমপুর গ্রামের ভোলার বাড়িতে নিয়ে যায়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ আজ সকাল ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে বাবুল ও তার সহযোগীরা পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে, পরকীয়ার কারণেই জান্নাতকে হত্যা করা হয়েছে।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া