তারেক মাসুদের মৃত্যুর ক্ষতিপূরণ মামলার শুনানি আজ

Looks like you've blocked notifications!

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যুর ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ চেয়ে করা মামলার শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

মামলাটি বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকার ৩৪ নম্বরে রাখা হয়েছে।

তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ আর্থিক ক্ষতিপূরণ সাত কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা চেয়ে এ মামলা দায়ের করেন।

ক্যাথরিনের পক্ষে শুনানিতে অংশ নেবেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার সারা হোসেন।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর। চুয়াডাঙ্গাগামী বাসের সঙ্গে সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।

২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা মোটরযান অর্ডিন্যান্স ১২৮ ধারা অনুযায়ী বাস মালিক, চালক ও ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলা জজ ও মোটর ক্লেইমস ট্রাইব্যুনালে দুটি মামলা দায়ের করেন। এ দুই মামলার একটির বাদী ক্যাথরিন মাসুদ। একই সঙ্গে হাইকোর্টে জনস্বার্থে দুটি মামলা করা হয়। এসব মামলা একসঙ্গে করে শুনানির জন্য কার্যতালিকায় আনা হয়।

গত ১৩ মার্চ প্রথম শুনানি অনুষ্ঠিত হয়।