‘সেদিন কেন রাশিয়াকে সমর্থন করলেন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ইসলামবিরোধী অবস্থানকে ধামাচাপা দিতেই আসলাম চৌধুরীকে দিয়ে মোসাদের গল্প সাজিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয়তাবাদী হেল্প ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে রিজভী এ অভিযোগ করেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আজকে আপনি আসলাম চৌধুরীকে নিয়ে ইসরায়েল, মোসাদ মোসাদ বলেছেন। তাহলে সেই দিন কেন আপনি রাশিয়াকে সমর্থন করলেন। ইউনাইটেড আরব-আমিরাতের মতো একটি মুসলিম দেশকে আপনি সমর্থন করেননি, আপনি রাশিয়াকে সমর্থন করেছেন। আপনি প্রধানমন্ত্রী, আপনি মুসলিমবিদ্বেষী। আপনি মুসলিম হলেও মুসলিমবিদ্বেষী।’
মুসলিম হয়েও প্রধানমন্ত্রী মুসলমানের শত্রুতে পরিণত হয়েছেন উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘এটাকে আড়াল করার জন্য আপনি ইসরায়েল, ইহুদি আর মোসাদের কল্পকাহিনী এখানে তৈরি করছেন।’
সরকার হেফাজতে ইসলামের কোরআনে হাফেজদের মেরে এখন ইসলামপন্থী সাজার চেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘ইসলামবিরোধী এই সরকার নিজেদের সেসব কর্মকাণ্ডকে ঢাকতেই এখন নানা ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের ১৬ কোটি মানুষ জানে এ সরকার ক্ষমতায় এলেই হুমকি হয়ে পড়ে দেশের ধর্মপ্রাণ মানুষের জীবন।’