রাঙামাটিতে হাতির আক্রমণে একজন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/05/20/photo-1463716331.jpg)
রাঙামাটির লংগদু উপজেলার রাজনগর এলাকায় হাতির আক্রমণে আবদুস সালাম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত আবদুস সালামের বাড়ি বাঘাইছড়ি উপজেলার মরিশায় এলাকায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় বুনো হাতি আবদুস সালামকে আক্রমণ করে। এতে তাঁর মৃত্যু হয়।