বাড়ি ফিরেছেন আশ্রয়কেন্দ্রে থাকা লোকজন

Looks like you've blocked notifications!
ছবি : ফোকাস বাংলা

বাংলাদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাব কেটে গেছে। এ ঝড়ের সময় ঘরবাড়ি ছেড়ে নোয়াখালীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন ৭১ হাজার মানুষ। তাঁরা বাড়িতে ফিরেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, রোয়ানুর সময় গতকাল নোয়াখালীর হাতিয়ায় ৩০ হাজার, কোম্পানীগঞ্জে ২৫ হাজার ও সুবর্ণচরের ১৬ হাজার মানুষ গিয়েছিলেন আশ্রয়কেন্দ্রগুলোতে। রোয়ানুর প্রভাব কমে এলে গতকাল শনিবার রাতেই তাঁরা নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেন।

নোয়াখালীতে গত দুদিনে রোয়ানুর প্রভাবে পানিতে ভেসে গিয়ে এ পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁরা হলো হরনী-চানন্দী ইউনিয়নের আদর্শ গ্রামের মিনারা বেগম, তাঁর মেয়ে মরিয়ম বেগম ও জাহাজমারা ইউনিয়নের রিপুলা বেগম।

দুর্ঘটনার ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসনাত আবদুল্লাহ জানান, বেড়িবাঁধ মেরামত না করলে হুমকির মুখে পড়তে পারে সুখচর, সোনাদিয়া ও নলচিরার তিনটি ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। এসব ইউনিয়নের ভাঙা অংশ দিয়ে সমুদ্রের লোনাপানি ঢুকে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এসব ইউনিয়নের শতাধিক মাছের ঘেরও ভেসে গেছে।