হাতিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

Looks like you've blocked notifications!
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আজ মঙ্গলবার ত্রাণ বিতরণ করা হয়েছে। ছবি : এনটিভি

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে নোয়াখালীর হাতিয়া উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার উপজেলার চর ঈশ্বর ইউনিয়ন ও নলচিড়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস। 

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা এম ডি শাহজাহান কবির, হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মইন উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। 

হাতিয়ার ইউএনও জানান, দুর্গত এলাকায় ৬৫ মেট্রিক টন চাল ও নগদ দুই লাখ টাকা বিতরণ করা হয়েছে। রোয়ানুর আঘাতে হাতিয়ায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি আড়াই হাজার পুকুর ও মৎস্য খামার এবং নয় হাজার ৮০০ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে ক্ষতিগ্রস্ত অনেকে এখনো খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছেন।