চাঁপাইনবাবগঞ্জে কনিকা হত্যার বিচার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের মহিপুরে মেধাবী শিক্ষার্থী কনিকা রানী ঘোষের খুনির বিচার দাবিতে আজ রোববার মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে চাঁপাইনবাবগঞ্জের ৫০টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। কলেজ মোড়ে আয়োজিত মানববন্ধন ছড়িয়ে পড়ে নিউমার্কেটসহ আশপাশের এলাকায়।
এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসলাম কবীর, অবসারপ্রাপ্ত শিক্ষক আব্দুল হান্নান, মহিপুর এসএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল আলম, মুক্তিযোদ্ধা এনামুল হক, মাহতাব উদ্দীন ও নিহত কনিকার চাচা বিজয় কুমার ঘোষ।
বক্তারা হামলাকারী বখাটে আবদুল মালেকের ফাঁসি দাবি করেন।
পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ