না.গঞ্জে বিআইডব্লিউটিএর উচ্ছেদ অভিযান

Looks like you've blocked notifications!
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আজ বুধবার নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করেছে। ছবি : এনটিভি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করেছে।

আজ বুধবার দুপুরে আলীরটেক ইউনিয়নে গোপচর এলাকায় দুটি বেকুর সাহায্যে মাটি কেটে অভিযান শুরু করে। উচ্ছেদ অভিযান চলবে মাসব্যাপী।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, ধলেশ্বরী নদীর দুই তীরে মুন্সীগঞ্জের মিরকাদিম বন্দর এলাকা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ পর্যন্ত ৫০টির অধিক ইটভাটা নদী দখল করে রেখেছে। এদের মধ্যে অনেকেই নদীর বুকে বাঁশের বেড়া দিয়ে গতিপথকে ব্যহত করছে।

এ কে এম আরিফ উদ্দিন বলেন, পরিবেশ অধিদপ্তর ইটভাটার ছাড়পত্র দেওয়ার আগে বিআইডব্লিউটিএকে জিজ্ঞেস করা দরকার ছিল।