মশার উপদ্রবে মশারি টাঙিয়ে প্রতিবাদ

Looks like you've blocked notifications!
সিলেট কল্যাণ সংস্থা আজ বুধবার বেলা ১১টায় সিটি করপোরেশনের সামনে নগরীতে মশার উপদ্রব কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মশারি টাঙিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে। ছবি : ফোকাস বাংলা নিউজ

মশার উপদ্রব থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মশারি টাঙিয়ে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে সিলেটের একটি নাগরিক সংগঠন। আজ বুধবার বেলা ১১টায় সিটি করপোরেশনের সামনে এ প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করে সিলেট কল্যাণ সংস্থা।

কর্মসূচিতে বক্তারা বলেন, মশার উপদ্রব কমাতে ওষুধ ব্যবহারে আইওয়াশ নয়, মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে মশা নিধনে বাস্তবভিত্তিক পদক্ষেপ না নিলে সিটি করপোরেশনের সামনে সচেতন সিলেটবাসীকে নিয়ে শোয়া কর্মসূচি পালন করা হবে। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও যুবনেতা এ কে কামাল হোসেনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন যুবনেতা সাদিকুর রহমান সাদিক, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সমাজসেবী মো. রজব আলী দেওয়ান প্রমুখ। কর্মসূচির শুরুতে কোরআন তিলাওয়াত করেন কারি মো. জহিরুল ইসলাম জাহিদ।