রাঙামাটিতে ‘জেএসএসের ২ কর্মী’ অপহৃত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/04/photo-1465012417.jpg)
রাঙামাটির কাউখালীর হারাঙ্গী রিফিউজিপাড়া থেকে জনসংহতি সমিতির (জেএসএস) দুই কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার এ অপহরণের ঘটনা ঘটে।
জেএসএসের কাউখালী উপজেলা শাখার সভাপতি সুভাষ চাকমা জানান, অপহৃত দুজন বাবা-ছেলে। তাঁরা হলেন নলিন্দু কুমার চাকমা (৬৫) ও সুগত চাকমা (৪৫)।
সুভাষ চাকমার দাবি, রাজনৈতিক প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ অপহরণের সঙ্গে যুক্ত। তবে ইউপিডিএফ বিষয়টি অস্বীকার করেছে।
কাউখালীর ঘাগড়া থেকে জেএসএস সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শান্তিমনি চাকমা অভিযোগ করেন, ‘উপজেলার হারাঙ্গীপাড়ার সুগত চাকমা আমার প্রতীক ঘোড়া মার্কার সমর্থনে কাজ করে আসছিলেন। ২ জুন দুপুর ২টায় ইউপিডিএফের সদস্যরা অস্ত্র নিয়ে সুগত চাকমাকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। একই কারণে শুক্রবার সকাল ১০টায় তাঁর বৃদ্ধ বাবা নলিন্দু কুমার চাকমাকেও একই কায়দায় তুলে নিয়ে যায়।’
জেএসএস কাউখালী উপজেলা শাখার সভাপতি সুভাষ চাকমা জানান, নির্বাচনের পূর্ব মুহূর্তে সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে ইউপিডিএফ এমন ঘটনা ঘটিয়েছে।
অপরদিকে ইউপিডিএফ কাউখালী ইউনিটের সমন্বয়কারী রাহেল চাকমা বলেন, ‘ তাঁরা (অপহৃত) দুজন ইউপিডিএফের কর্মী ছিলেন। তাঁদের অপহরণ করা হয়নি। নির্বাচনে আমাদের পক্ষে কাজ করতে তাঁরা দুজন স্বেচ্ছায় আমাদের সাথে যোগ দিয়েছেন। জেএসএস নির্বাচনের ফলাফল তাদের নিয়ন্ত্রণে নিতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুল করিম জানান, এটি অপহরণ নয় ,সুগত ও নলিন্দু ইউপিডিএফের সাবেক কর্মী ছিলেন।
ওসি আরো জানান, অপহরণের বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ করেনি।