নির্বাচন নিয়ে সংঘর্ষের সঙ্গে সরকারের সম্পর্ক নেই
ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় সারা দেশে শতাধিক মানুষ নিহতের ঘটনায় তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষগুলো দলীয় নয় এবং এগুলোর সঙ্গে সরকার বা প্রশাসনেরও কোনো সম্পর্ক নেই। নিম্ন পর্যায়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যে কোনো পন্থায় জেতার বাসনা পূরণ করতে গিয়ে এসব সংঘর্ষের ঘটনা ঘটছে।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া পৌরসভা চত্বরে একটি বেসরকারি কলেজের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
নির্বাচনে সহিংসতার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘এটা কাম্য নয়। তবে প্রশাসন ও নির্বাচন কমিশন এ ব্যাপারে আরো সতর্কতা অবলম্বন করলে কী হতো বা সেটা করতে পেরেছে কি না এ বিষয়টি বিশ্লেষণ করে দেখতে হবে। কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে একে অপরকে হত্যার মাধ্যমে নির্বাচনে বিজয়ী হওয়ার প্রবণতা রাজনীতির জন্য বা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। তবে আশার খবর হচ্ছে যে সরকার বা প্রশাসন নিজেদের সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে প্রতিপক্ষের ওপর হামলা চালায়নি।’
এ সময় গুপ্ত হত্যার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ঘটে যাওয়া এসব হত্যাকাণ্ডের প্রত্যেকটি ঘটনারই আমরা সুরাহা করতে পেরেছি। মামলাগুলো চলমান রয়েছে। আর সাম্প্রতিক ঘটনাগুলোরও আমরা সুরাহা করতে পারব।’
বিএনপি এখন দল গোছানোর রাজনীতি করছে মির্জা ফখরুলের এমন মন্তব্য প্রসঙ্গে ইনু বলেন, ‘বিএনপির দল গোছানো নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। আমাদের মাথাব্যথা হলো, গণতন্ত্রকে নিরাপদ করতে বিএনপি সন্ত্রাসবাদী জামায়াতকে ও আগুন সন্ত্রাসীদের ছাড়ছে কি না। তারা আর কোনোদিন জঙ্গিবাদী, সন্ত্রাসী কার্যক্রম করবে না, জাতির কাছে এমন অঙ্গীকার করার মাধ্যমে রাজনীতিতে শৃঙ্খলার সুবাতাস আনতে সহযোগিতা করবে। কিন্তু বিএনপি সুকৌশলে এখনো এসবকে পাশ কাটানো বা আড়াল করার চেষ্টা করছে। খালেদা জিয়াসহ এসব অপরাধের সঙ্গে জড়িত নেতাকর্মীদের বাঁচানোর জন্য তারা সাফাই গাইছে ও ওকালতি করছে।’
এ সময় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিবুল ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া