ঝিনাইদহে কালবৈশাখীতে শতাধিক ঘর বিধ্বস্ত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/02/photo-1427957138.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আজ বৃহস্পতিবার ভোরে কালবৈশাখীতে ১০টি গ্রামের অন্তত ১০০ কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মাঠের ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হয়েছে নারী, শিশুসহ কমপক্ষে ২০ জন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী জানান, ভোররাতে হঠাৎ বৃষ্টিসহ কালবৈশাখী কালীগঞ্জের কোলা ও জামাল ইউনিয়নে আঘাত হানে। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ইউনিয়ন দুটির কমপক্ষে ১০টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। মাঠের ফসল মাটির সঙ্গে মিশে গেছে; ভেঙে পড়েছে গাছপালা। ১০ মিনিট স্থায়ী এ ঝড়ে আশ্রয়হীন হয়ে পড়েছে শত শত গ্রামবাসী। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন মোল্লা ক্ষতিগ্রস্ত এলাকা থেকে জানান, কোলা ও জামাল ইউনিয়নের অন্তত ১০০ কাঁচা-পাকা বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের তাণ্ডবে মাঠের ফসল ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় টিনের চালা উড়ে গেছে; ভেঙে পড়েছে ঘরের দেয়াল ও চালা। প্রশাসন ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছে। জরুরি সাহায্য চেয়ে জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান ইউএনও।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, স্থানীয় প্রশাসন কালীগঞ্জের শালিখাডাঙ্গা, কামালহাট, ঘোষপাড়া, কোলা ও রামচন্দ্রপুর গ্রামে উদ্ধারকাজ চালাচ্ছিল।