জুরাছড়িতে আ. লীগ ও ছাত্রলীগের ৪ নেতা বহিষ্কৃত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/05/photo-1465136732.jpg)
রাঙামাটির জুরাছড়ি উপজেলার শীর্ষস্থানীয় তিন আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। ৪ জুন অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে বিরোধী প্রার্থীদের পক্ষে ভূমিকা রাখায় তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমোদ কান্তি চাকমা, যুগ্ম সম্পাদক অনিল কুমার চাকমা ও উপজেলা কৃষক লীগের সভাপতি কেতন চাকমা।
আজ রোববার জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে জেলা পরিষদ রেস্টহাউসে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমাও উপস্থিত ছিলেন।
একই অভিযোগে জুরাছড়ি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নান্টু চাকমাকেও বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি রিকো চাকমা ও সাধারণ সম্পাদক ধন বিকাশ চাকমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নান্টুকে বহিষ্কার করা হয়েছে।
৪ জুন অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জুরাছড়ি উপজেলার চারটি ইউনিয়নের মাত্র দুটিতে প্রার্থী দিতে পারে আওয়ামী লীগ। এই দুটিতেই বড় ব্যবধানে আঞ্চলিক দল জনসংহতি সমিতির প্রার্থীদের কাছে পরাজিত হন নৌকা মার্কার প্রার্থীরা।