সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের গুলি, দুজন গুলিবিদ্ধ

Looks like you've blocked notifications!
সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিলে ধাওয়া দিচ্ছে পুলিশ। আজ বৃহস্পতিবার বারুতখানা এলাকায় এ ঘটনা ঘটে। ছবি : এনটিভি

সিলেট স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নগরীর বারুতখানা এলাকায় এ ঘটনা ঘটে। 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জানান, ২০-দলীয় জোটের ডাকা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ দুপুর সোয়া ২টার দিকে বারুতখানা থেকে মিছিল বের করেন তাঁরা। মিছিলটি জিন্দাবাজারের দিকে কিছুদূর এগোনোর পর বিপরীত দিক থেকে পুলিশ গুলি চালায়। এতে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, স্বেচ্ছাসেবক দল নেতা মুহিব, জাকারিয়া, এমরান ও ছাত্রদল নেতা আবদুল কাইয়ুম আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে শাহ পরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দীপক রায়, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দলের নেতা এ ইউ তাহের ও সায়েফকে আটক করে।

পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিলে বর্বরোচিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শামসুজ্জামান। 

তবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ জানান, বারুতখানায় ঝটিকা মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০টি গুলি ছোড়ে এবং তিনজনকে আটক করে।