কুষ্টিয়ায় শাহীন হত্যার প্রতিবাদে বিক্ষোভ
কুষ্টিয়ার বড় আইলচারা এলাকায় শাহিনুর বিশ্বাস শাহীন হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মিছিল শেষে এনএস রোডে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হয়।
আজ সোমবার বেলা ১১টায় আইলচারা এলাকা থেকে বিক্ষুব্ধ নারী, পুরুষ ও শিশুরা মিছিল করে শহর প্রদক্ষিণ শেষে এ মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন থেকে শাহীন হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন আইলচারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।
এ সময় নিহত শাহীনের মা, স্ত্রী, শিশুকন্যাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
গত ২৬ মে রাতে পূর্বপরিকল্পিতভাবে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের মদদে শাহীনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে ২৮ মে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ছয়-সাতজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই শামীম রেজা।

ফারুক আহমেদ পিনু, কুষ্টিয়া