রাঙামাটিতে পরিবেশবিষয়ক বিতর্ক
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাহাড়ের স্কুলপড়ুয়াদের পত্রিকা ‘স্কুলবেলা’র বন্ধু ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হলো পরিবেশবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা।
আজ সোমবার সকালে পাহাড়ের সবচেয়ে প্রাচীন বিদ্যাপীঠ রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘শিল্পোন্নত বিশ্বের আগ্রাসী মনোভাবই পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ’- এ বিষয়ে বিতর্কে অবতীর্ণ হয় স্কুলের প্রভাতি ও দিবা শাখার বিতার্কিকরা।
প্রভাতি শাখার পক্ষে ছিলেন আইয়ুব ভূঁইয়া, অনুভব গুহ ও করণ চন্দ্র ভৌমিক। আর অপরদিকে দিবা শাখার পক্ষে বিতর্কে অংশ নেয় নজরুল কাদের, জিয়াদ আবরার ও আরিফ বিল্লাহ। খুদে বিতার্কিকদের জমজমাট বিতর্ক শেষে বিজয়ী হয় প্রভাতি শাখা। বিজয়ী দলের দলনেতা আরিফ বিল্লাহ সেরা বিতার্কিক হিসেবে মনোনীত হয়।
বিতর্কে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক মো. আহসান উল্লাহ। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গ্লোবাল ভিলেজ রাঙামাটির পরিচালক (বিতর্ক) সৈয়দ হেফাজত উল বারী সবুজ, ফিরোজ আল মাহমুদ সোহেল ও সাঈফ রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলবেলার সম্পাদক ফজলে এলাহীর সঞ্চালনায় আলোচনায় মডারেটর ও বিচারকরা ছাড়াও বক্তব্য দেন স্কুলবেলার সহযোগী সম্পাদক মিশু দে, তুষার ধর এবং সানজিদা শাহরীন নিশা।
বক্তারা বলেন, বিতর্ক এমন শক্তিশালী মাধ্যম, যার মাধ্যমে সহজেই যৌক্তিকভাবে সত্যকে প্রতিষ্ঠিত করা যায়। বিতর্কের মাধ্যমে সৃজনশীলতার বিকাশের পাশাপাশি শিক্ষার্থীদের মনোজাগতিক উন্নয়ন ও মেধার চর্চাও শাণিত হয়।
অনুষ্ঠানে স্কুলবেলা বন্ধু ফোরামের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্কুলে বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা আয়োজন করা হবে বলেও জানানো হয়।