কোকোর কবরের পাশে খালেদা জিয়া
ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কোকোর দাফনের পর এই প্রথম আজ সোমবার বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে যান তিনি।
বিকাল সাড়ে ৫টার দিকে কোকোর কবরের সামনে গিয়েই কান্নায় ভেঙ্গে পড়েন খালেদা জিয়া। কবরের পাশে বেশ কিছুক্ষণ নীরবে বসে থাকেন তিনি। এ সময় বিএনপির নেতারা তাঁকে সান্তনা দেন। পরে ছেলের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন বিএনপির চেয়ারপারসন।
বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানান, কবর জিয়ারতের সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দলের সিনিয়র নেতা ও পরিবার অন্য সদস্যরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা খালেদা জিয়ার সাথে কবর জিয়ারতে অংশ নেন।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো।
গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় বনানী কবরস্থানের ‘বি’ ব্লকের ১৮ নম্বর লেনের ১৮৩৮/১৪৭ নম্বর কবরে আরাফাত রহমানকে চিরনিদ্রায় শায়িত করা হয়। সেসময় গুলশানেরকার্যালয় থেকে কোকো চিরবিদায় জানিয়েছিলনে বেগম জিয়া।

নিজস্ব প্রতিবেদক