বান্দরবানে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা আ. লীগের
অপহৃত নেতার মুক্তির দাবিতে বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলাসহ পাঁচটি সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামীকাল রোববার থেকে এই অবরোধ শুরু হবে।
আজ শনিবার দুপুরে বান্দরবান দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেরনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম জাহাঙ্গীর বলেন, চলমান অবরোধ কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল থেকে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি এই তিন উপজেলা এবং সদরের রাজবিলা, কুহালং দুটি ইউনিয়ন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি চলবে।
যত দিন পর্যন্ত আওয়ামী লীগের অপহৃত নেতা মংপ্রু মারমাকে জীবিত অবস্থায় মুক্তি দেওয়া না হবে তত দিন পর্যন্ত সন্ত্রাসীদের ব্যবহৃত চিহ্নিত এলাকাগুলোতে ঘোষিত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান এ কে এম জাহাঙ্গীর।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী, সাংগঠনিক সম্পাদক ক্যাসা প্রু মারমা, পৌরশাখা আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
গত সোমবার রাতে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মংপ্রু মারমাকে (৩৯) অস্ত্রের মুখে অপহরণ করে একদল সন্ত্রাসী। আওয়ামী লগের দাবি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। মংপ্রু মারমার মুক্তির দাবিতে গত বুধবার থেকে সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন শুরু করে বান্দরবান জেলা আওয়ামী লীগ।