চট্টগ্রামে বজ্রপাতে নিহত ২
চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন। আজ সোমবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন এনটিভি অনলাইনকে জানান, বজ্রপাতে নিহত দুজনকে মর্গে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নিহতদের নাম কবির হোসেন ও মফিজ মিয়া। মেডিকেল কলেজ পুলিশফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, বজ্রপাতে গুরুতর আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে দুজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহতরা হলেন আমির হোসেন, হেলাল উদ্দিন ও সোনা মিয়া।
এদিকে রোববার রাত থেকে বৃষ্টি ও কালবৈশাখী বয়ে যাচ্ছে চট্টগ্রামের ওপর দিয়ে। সকালে বৃষ্টির কারণে নগরীর নিচু এলাকায় পানি জমে গেছে। এতে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী লোকজন।