৮ বছর পর ঢাকা-রাজশাহী বিমান চলাচল শুরু

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

আট বছরের বেশি সময় বিরতির পর ফের ঢাকা-রাজশাহী রুটে বিমান চলাচল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে এ বিমান চলাচল কার্যক্রম উদ্বোধন করেন।

উড়োজাহাজ স্বল্পতার কারণে ২০০৭ সালের ২০ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ এ রুটটিতে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক এ কে বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এখন থেকে সপ্তাহে তিনদিন রবি, মঙ্গল ও শুক্রবার ঢাকা-রাজশাহীর মধ্যে যাত্রীবাহী বিমান চলাচল করবে। এ জন্য যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৭০০ টাকা।