বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বরিশালের বানারীপাড়া থানার ছলিয়াবাকপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ইউনিয়নের পূর্ব শাখারিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত দুলালের বাড়ি বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চণ্ডীপুর এলাকায়। তাঁর বাবার নাম ইসমাইল হোসেন।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে আবদুল জলিল নামের পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
ব্ন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে শটগানের আটটি গুলি, দুটি পাইপগান, পাইপগানের ভেতর লোড করা দুটি গুলি, একটি শাবল, একটি রামদা, একটি ছুরি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে পূর্ব শাখারিয়ায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান নিয়েছে বলে পুলিশ জানতে পারে। এর ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারদিক ঘিরে ফেলার চেষ্টা করেন। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত সদস্য দুলাল গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্য সদস্যরা পালিয়ে যান।
জানতে চাইলে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, দুলালের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় আটটির মতো ডাকাতির মামলা রয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।