চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ, দুদিনে ১৫৮ জন ভর্তি

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অনেকে বিছানা পাননি। স্থান নিয়েছেন করিডরে। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত হাসপাতালে দেড় শতাধিক রোগী ভর্তি হয়েছেন। 

সদর হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে প্রায় ৫০-৬০ জন করে রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে আজ বুধবার দুপুর পর্যন্ত ৬৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার ভর্তি হয় ৯১ জন। 

এদিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালের স্থানসংকুলান হচ্ছে না। এমনকি হাসপাতালের ডায়রিয়া বিভাগের বারান্দায়ও জায়গা নেই। 

আজ দুপুরে সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, বিপাকে পড়ে অনেক রোগীকেই হাসপাতালে ঢোকার করিডরে আশ্রয় নিতে হয়েছে। এতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষও। 

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সফিকুল ইসলাম জানান, হঠাৎ করেই পৌর এলাকায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এর মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডের রোগীর সংখ্যাই বেশি। দূষিত পানি থেকেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে ধারণা করছেন তিনি। 

রোগীদের অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা পৌরসভার সরবরাহ করা পানি পান করেন।

এদিকে, ব্যাপক হারে ডায়রিয়া ছড়িয়ে পড়ায় আজ বুধবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নাগরিকদের বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।