নারায়ণগঞ্জে পুলিশকে লক্ষ্য করে ককটেল, আহত দুই
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাক্কা রোড মিন্নত আলীর মাজারের পাশে পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণে দুই পথচারী আহত হন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, পুলিশের চলন্ত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল ছুড়ে মারে। কিন্তু গাড়িটি সামনের দিকে চলে যাওয়ায় তা লক্ষ্যভ্রষ্ট হয়।
এ সময় রাস্তার পাশের পিঠা বিক্রেতা নার্গিস (৩২) ও পথচারী স্থানীয় ইকবাল ডেকোরেটরের কর্মচারী রবিন (৩০) আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।