খালেদা জিয়ার বাসায় ব্রিটিশ হাইকমিশনার
ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে তাঁর গুলশানের বাসায় গেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। আজ বুধবার বিকেলে ব্রিটিশ হাইকমিশনার খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান।
দীর্ঘ তিন মাস গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থানের পর গত রোববার বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। এর আগে তিনি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতে হাজিরা দিয়ে দুই মামলায় জামিন লাভ করেন।
বাসায় ফেরার পর এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করতে ফিরোজায় গেলেন।

অনলাইন ডেস্ক