গোপালগঞ্জে পৃথক সংঘর্ষে ৪০ জন আহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/04/09/photo-1428526395.jpg)
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৃথক সংঘর্ষে ১৯ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার আজিমবাজার ও চিংগুড়ী এলাকায় দুটি সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার গজালিয়া গ্রামের লিটন শেখের সঙ্গে গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের লিয়ন ফরাজীর ক্যারম খেলা নিয়ে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার দুপুরে এয়ারগান ও দেশীয় অস্ত্র নিয়ে দুদল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে প্রতিপক্ষের এয়ারগানের গুলিতে কলেজছাত্রসহ গজালিয়া গ্রামের ১৯ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত গ্রামবাসীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই উপজেলার চিংগুড়ী গ্রামে রাস্তায় চলাচল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় কৃষ্ণ চৌধুরী ও রাজীব চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।