ফরিদপুরে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবী এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ জনের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আবু নাসের এ তথ্য জানিয়েছেন।
আবু নাসের জানান, ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটিতে আছেন জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নাসের জানান, এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন মন্ত্রী। তিনি আরো বলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে ফরিদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এরই মধ্যে ১২টি লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেলা প্রশাসক সর্দার সরাফত আলী বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসায় আমরা সহায়তা করব।’