রাজধানীর গ্রিনরোডে বাসায় আগুন, আহত ২
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/02/04/photo-1422995545.jpg)
রাজধানীর পান্থপথের গ্রিনরোডে একটি চার তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা আতাউর রহমান এনটিভি অনলাইনকে জানান, গ্রিনরোডের ১৫২/১ আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আগুনে ওই বাসার আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
পুলিশ আরো জানায়, এ ঘটনায় রমজান (১২) নামে এক শিশু ও মো. ইয়াছিন (২০) নামে এক যুবক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই বাসা থেকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে। আগুনের ধোঁয়ায় আহত ওই দুইজনের অবস্থা এখন আশঙ্কামুক্ত বলেও জানায় পুলিশ।