পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত

বরিশাল-ভোলা আন্তজেলা মহাসড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা আরো দুজন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাসেল (২৫)। তাঁর বাড়ি বরিশাল নগরীতে। এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন মামুন বলেন, বরিশাল থেকে ভোলামুখী মোটরসাইকেলের সঙ্গে ভোলা থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিনজনকে গুরুতর আহত অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।