‘আনিসুল হক দল করেন না, তবু চাইলে সহযোগিতা করব’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সারাহ বেগম কবরী। প্রার্থিতা প্রত্যাহারের পর উত্তরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, ব্যবসায়ী নেতা আনিসুল হকের পক্ষে কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে কবরী বলেন, ‘আমি তো দল করি। আনিসুল হক তো দল করেন না। তিনি যখন মনোনয়নপত্র জমা দিয়েছেন আমাকে জানাননি। তারপরও দল তাঁকে সমর্থন দিয়েছে। তিনি যদি আমাকে পাশে পেতে চান, আমি নিশ্চয়ই তাঁকে সহযোগিতা করব।’
আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী প্রার্থিতা প্রত্যাহার করে নেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
মনোনয়নপত্র প্রত্যাহারের ব্যাপারে দলের কোনো চাপ ছিল কি না, জানতে চাইলে কবরী সাংবাদিকদের বলেন, ‘না, নির্বাচন থেকে সরে দাঁড়াতে দলের কোনো চাপ ছিল না। এ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। দলের নেতারাও আমাকে বলেছেন, এটা অনেক কঠিন কাজ, আমি পারব কি না ভেবে দেখতে। আমি নিজেও এ নিয়ে অনেক ভেবেছি। এ ছাড়া আমি দল করি। দলের সিদ্ধান্ত আমাকে মেনে চলতে হবে।’
গত ১৮ মার্চ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী, আসছে ২৮ এপ্রিল তিন সিটি করপোরেশনে ভোট গ্রহণ করা হবে। ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। আজ বৃহস্পতিবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।

হুমায়ুন কবির