মাগুরায় ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Looks like you've blocked notifications!
এক সপ্তাহ নিখোঁজ থাকার পর ব্যবসায়ী তৈয়বুর রহমান তুরানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি

এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর ব্যবসায়ী তৈয়বুর রহমান তুরানের (৩০) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়। 
 
ওয়ার্কশপ ব্যবসায়ী তুরানের বাড়ি ঝিনাইদহ জেলা সদরের আরাবপুর এলাকায়। তাঁর বাবার নাম আজিজ মণ্ডল।
 
মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে সদর উপজেলার ছাচানি গ্রামের মাঠ থেকে মুখ বাঁধা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তুরানের ফুফাতো ভাই আল আমিন জানান, ৩ এপ্রিল সন্ধ্যায় তুরানকে আরাবপুর রাবেয়া ক্লিনিকের সামনে থেকে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় কয়েকজন লোক। সন্ধান না পেয়ে তাঁর স্ত্রী তানিয়া আক্তার মুক্তি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই।

আল আমিন আরো বলেন, তুরানের সন্ধানের জন্য স্থানীয় র‌্যাব ও পুলিশ অফিসে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো প্রকার সহযোগিতা পাওয়া যায়নি।