ময়মনসিংহে জমছে না ঈদবাজার
ঈদের আর মাত্র বাকি কয়েক দিন। কিন্তু এখনো ময়মনসিংহের ঈদবাজার তেমনভাবে জমে উঠছে না বলে দাবি বিক্রেতাদের। গতবারের তুলনায় এবার জামা-কাপড়ের দাম বেশি হওয়ায় পছন্দের জিনিস কিনতে পারছেন না বলে অভিযোগ ক্রেতাদের।
ময়মনসিংহের বেশ কয়েকটি শপিংমল ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনো তেমনভাবে জমে ওঠেনি বাজার। আর যদি এসব জিনিস বিক্রি না হয়, তবে লোকসান গুনতে হবে তাঁদের।
ময়মনসিংহের রূপসী বাংলা ফ্যাশন অ্যান্ড শোজের স্বত্বাধিকারী আবুল হোসাইন বলেন, ‘ক্রেতাদের জন্য আমরা এমনিতেই কম দামে উন্নত মানের দেশি-বিদেশি ভালো জামা-কাপড়, ঈদপণ্য আমদানি করেছি। ক্রেতারা চান আরো কম দামে। ঈদের মাত্র কয়েক দিন বাকি। এখনো ঈদবাজার জমছে না, বিক্রিও কম। বিক্রি না হলে লোকসান হবে।’
এমন অবস্থা শহরের মফিজ প্লাজা, সূচনা সেন্টার পয়েন্ট, বারী প্লাজাসহ সব শপিংমলেই বলে দাবি বিক্রেতাদের।
এদিকে, ঈদ উপলক্ষে শহরের প্রতিটি মার্কেট ও শপিংমলে হালফ্যাশনের পোশাকের সমাহার ঘটেছে। দেশীয় পোশাকের পাশাপাশি ভারতের বিভিন্ন সিরিয়াল ও জনপ্রিয় সিনেমার নামকরণের পোশাকগুলোর কদর একটু বেশি। তবে বিক্রি হচ্ছে কম। তুলনামূলকভাবে দেশি কাপড়ের দাম কম। তবুও বাজেটে হচ্ছে না ক্রেতাদের।