জুনের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ চার লেন : ওবায়দুল কাদের
আগামী জুন মাসের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ শুক্রবার সকালে গাজীপুরের শ্রীপুরের মাওনা উড়াল সেতুর (ফ্লাইওভার) কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমি আনন্দের সাথে জানাতে চাই, সেনাবাহিনী আমাদের সাথে কথা রেখেছে। সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়নের তত্ত্বাবধানে নির্মিত মাওনা উড়াল সেতুর কাজ নির্ধারিত সময়ের তিন মাস আগেই সম্পন্ন হয়েছে। আগামীকাল শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়াল সেতু উদ্বোধন করবেন।’
ওবায়দুল কাদের বলেন, ৭০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত র্যাম্পসহ ৯০০ মিটার দৈর্ঘ্যের মাওনা উড়াল সেতু ঢাকা ও চট্টগ্রামের পর চালু হওয়া দেশের প্রথম উড়াল সেতু।
জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণের কাজের অগ্রগতি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সেনাবাহিনীর হাতে থাকা দুটি প্যাকেজের কাজ আগামী মে মাসের মধ্যে শেষ হবে। বাকি আরো দুটি প্যাকেজের মধ্যে চার নম্বর প্যাকেজের কাজের গতি ভালো। সেটাও মে মাসের মধ্যে শেষ হয়ে যাবে। শুধু তিন নম্বর প্যাকেজ নিয়ে কিছুটা আর্থিক সমস্যা ছিল, সেটা সমাধান হয়ে গেছে। আশা করি, জুনের মধ্যে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণের কাজ শেষ করব।’
এ সময় মন্ত্রী আরো জানান, জয়দেবপুর-এলেঙ্গা সড়কে আরো পাঁচটি ফ্লাইওভার হবে। সেটা প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত আরো কয়েকটি ফ্লাইওভার হবে।
এর আগে মন্ত্রী ওবায়দুল কাদের উড়াল সেতু ঘুরে দেখেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশীদ ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।