তিন মাসের মধ্যে নির্বাচনের আশ্বাস

সিলেট জেলা ক্রীড়া সংস্থার দায়িত্ব হস্তান্তর

Looks like you've blocked notifications!
ছবি: এনটিভি

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদ্য বিলুপ্ত নির্বাচিত কমিটি অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে। আজ শনিবার বিকেলে নগরের রিকাবীবাজারে জেলা ক্রীড়া ভবনের হলরুমে সংস্থার সাবেক সভাপতি ও জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম নবগঠিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাহী উদ্দিন সেলিম আগামী তিন মাসের মধ্যে ক্রীড়া সংস্থার নির্বাচনের আশ্বাস দেন।
 
সংবাদ সম্মেলনে মাহী উদ্দিন সেলিম বলেন, বর্তমান সরকার খেলাধুলার প্রতি আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে খেলাধুলার ব্যাপক উন্নয়ন হচ্ছে। সিলেটে ৮৩ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম হয়েছে। ২৬ কোটি টাকা ব্যয়ে ক্রীড়া কমপ্লেক্স হয়েছে, ফুটবল একাডেমি হয়েছে। আরো একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম হওয়ার কথা রয়েছে।

সেলিম জানান, ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি সংস্থার সবাইকে নিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে। এ নির্বাচনে অ্যাডহক কমিটির কেউই আবার প্রার্থী হবেন না।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডহক কমিটির কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন, বিজিত চৌধুরী ও নাজমুল হাসান।