আ.লীগ নেতার যুবলীগকর্মী জামাতা অস্ত্রসহ আটক

Looks like you've blocked notifications!

মাগুরায় অস্ত্র ও গুলিসহ স্থানীয় এক আওয়ামী লীগ নেতার জামাতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাসপোর্ট অফিস এলাকা থেকে তাঁকে আটক করা হয়। 

আটক ব্যক্তির নাম পলাশ হোসেন (৩৫)। তাঁর বিরুদ্ধে মাগুরা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাগুরা সদর থানার উপপরিদর্শক মানিক চন্দ্র গাইন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা আঞ্চলিক পাসপোর্ট আফিসের পাশ থেকে পলাশকে একটি পিস্তল ও চারটি গুলিসহ আটক করা হয়। তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকী ইমামের জামাতা ও যুবলীগকর্মী। 

আটক পলাশ সদর উপজেলার সিতারামপুর গ্রামের বাসিন্দা বলেও জানান মানিক।
এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকী ইমাম এনটিভি অনলাইনকে বলেন, ‘পলাশ নেশাগ্রস্ত। তার সঙ্গে আমার পারিবারিভাবে ভালো সম্পর্ক নেই।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল এনটিভি অনলাইনকে জানান, পলাশ আগে ছাত্রলীগ করতেন তবে এখন তিনি যুবলীগের রাজনীতি করেন।